• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

আরটিভি স্পোর্টস ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪
টি-২০ র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে বাংলাদেশ
ছবি সংগৃহীত।

প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। গত ৩টি সিরিজে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কারণে এ উন্নতি টাইগারদের। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইসিসি প্রকাশিত সবশেষ হালনাদাগে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে ফেরে বাংলাদেশ। গেলো মাসে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় টাইগাররা। সবশেষে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে মাহমুদুল্লাহ বাহিনী।

সপ্তম স্থানে উঠে আসতে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ২৩৮। আফগানদের ২৩৬ আর লঙ্কানদের ২৩৫। এছাড়া ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ২৩৪, ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের ১৯৩ ও ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ১৮৭।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে ভারত ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

এজি/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোড়া বনের জন্য বৃষ্টি যেন আশীর্বাদ
যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস, গাজাবাসীর উচ্ছ্বাস
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ মে)
ফরিদপুরে বজ্রপাতে ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১
X
Fresh